এবিএনএ : রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সারা দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেলের আওতায় আনা হবে এবং সব সিঙ্গেল গেজ রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে।
মঙ্গলবার দুপুরে নীলফামারী উন্নয়ন মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ২৪ জানুয়ারি থেকে নীলফামারী-ঢাকা রুটে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে নতুন আমদানি করা লাল-সবুজের কোচ সংযোজন করা হবে।
এ সময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, লালমনিরহাট-কুড়িগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত সংসদ সদস্য সফুরা বেগম রুমি ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা প্রশাসক মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনসহ রেলের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী মুজিবুল হক বলেন, দেশের এমন কোনো গ্রাম নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণেই গোটা দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। সভা শেষে রেলপথমন্ত্রী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।