বিনোদনলিড নিউজ

শাকিব-শুভশ্রীর ‘ষোলোআনা’

এবিএনএ : জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ হয়েছে ‘নবাব’ চলচ্চিত্রের একটি গান। ‘দেবো তোকে দেবো ষোলআনা’ শিরোনামে স্যাভির সুর করা এই গানে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর। কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। শাকিব খানের নাচ আর শুভশ্রীর রসায়ন ছিল দেখার মতো।
এর আগে ‘নবাব’ ছবির ফার্স্ট লুকে দুই বাংলায় সাড়া ফেলেন শাকিব খান। গত ২৬ তারিখ ছবির ট্রেইলার প্রকাশের পর আগ্রহ সৃষ্টি হয় দর্শকের মাঝে। গতকাল রাতে ছবির এই গানের মাধ্যমে আবারও প্রশংসা পায় শাকিব খান ও তাঁর নাচ।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি। বাংলাদেশের আবদুল আজিজের নামও পরিচালক হিসেবে লেখা হচ্ছে জাজের ইউটিউব চ্যানেলে।
ছবিতে শাকিব খান ও শুভশ্রী ছাড়া আরো অভিনয় করেছেন খরাজ মুখার্জি, আমিত হাসান, কমলসহ আরো অনেকেই। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

https://youtu.be/8B0IhMFFTu0?t=1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button