,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

রেলের সম্পত্তি দখল করলে ৭ বছরের জেল

এবিএনএ : রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন-২০১৬ এর খসরা চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, এই আইনটি ১৯৭৯ প্রণীত হওয়ায় অর্থ্যাৎ সামরিক শাসনামলে এ আইন জারি হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী বাংলায় আপডেট করে রেলওয়ে মন্ত্রণালয় মন্ত্রিসভায় উপস্থাপন করেছে এবং মন্ত্রিসভা তা অনুমোদন করেছে। এ আইনে আগের আইনের সাথে পরিবর্তন নেই।

তিনি আরো জানান, এই আইনের আওতায় কোনো ব্যক্তি রেলওয়ের সম্পত্তি দখল ও চুরি করলে ৭ বছরের কারদণ্ড বা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। এতে সহায়তা করলে ৫ বছরের জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। সেই সঙ্গে এ আইনে পরোয়ানা জারি ছাড়াই আসামিকে গ্রেপ্তারে করতে পারবে পুলিশ। ১৯৭৯ সালের সামরিক আইনে রেলওয়ে সম্পত্তি অধ্যাদেশ রয়েছে। ওই অধ্যাদেশ সংযোজন ও বিয়োজন করে এর আগে ২০১৪ সালেও একবার এ আইনটি মন্ত্রিসভায় উত্থাপন করে রেলপথ মন্ত্রণালয়। তবে এ আইনে উদ্ধার শব্দটি যুক্ত করার মত দেয়া হয়। এটি যাচাই-বাছাই করে পুনরায় আজ মন্ত্রিসভায় উত্থাপন করলে তা অনুমোদন দেয়া হয়।

Share this content:

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor : Khondoker Niaz Ikbal
Executive Editor : Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited