এ বি এন এ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্তে সরকার গঠিত কমিটি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। আজ সোমবার অর্থমন্ত্রীর কাছে এই প্রতিবেদন দাখিল করা হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানিয়েছে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটি।
ফরাসউদ্দিন সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেন।
পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের সময় তদন্ত কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, এই কমিটি যে প্রতিবেদন জমা দিয়েছে তা খুব শিগগিরই জনসম্মুখে প্রকাশ করা হবে। এর আগেও সরকার যে সমস্ত তদন্ত কমিটি গঠন করেছে তার প্রতিটির প্রতিবেদনই জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। আমি প্রতিবেদনটি দেখব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
ড. ফরাসউদ্দীন বলেন, তদন্ত কমিটি তদন্তকালে যে সমস্ত বিষয়, তথ্য পেয়েছে তা এই প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করেছে। সুইফটের মাধ্যমেই কাজের ক্ষেত্রে ভবিষ্যতে এ সংক্রান্ত বিষয়ে যাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।