
এবিএনএ : বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে বিরতিহীন আন্তঃনগর নতুন ট্রেন বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্য দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দরের সঙ্গে আন্তঃনগর ট্রেন যোগাযোগ চালু হলো।
আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘রেলে যোগাযোগ ও পণ্য পরিবহনের মধ্য দিয়ে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। দেশের সার্বিক উন্নয়নই সরকারের লক্ষ্য।’ তিনি আরও জানান, পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু হলে যশোর বা বেনাপোল যেতে ৪ ঘণ্টা সময় সাশ্রয় হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আমলে এই রেল ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। রেলকে আধুনিক, গতিশীল করে রেলসেবা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ সরকার।’ এই রেলসেবা ভৌগলিক ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ এবং এপার বাংলা-ওপার বাংলার মিলনস্থল ঐতিহ্যবাহী যশোর জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা-বেনাপোল রুটে বিরতিহীন নতুন এই ট্রেনটির প্রতিটি কোচ স্টেইনলেস স্টিলের তৈরি এবং শীতাতপ নিয়ন্ত্রণসহ অত্যাধুনিক যাত্রী সুবিধা সম্বলিত। পরে রাজশাহী -ঢাকা -রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের সেবা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিতকরণ- এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভিডিও কনফারেন্সে বেনাপোল ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
Share this content: