এ বি এন এ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুনডেমো।
বৃহস্পতিবার বিকালে বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ‘বিদায়ী রাষ্ট্রদূত তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ও অবকাঠামো খাতসহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন বাংলাদেশ সমৃদ্ধি অর্জনে আরও এগিয়ে যাবে।’
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।
প্রেস সচিব বলেন, বাংলাদেশ-নরওয়ের মধ্যকার সম্পর্কে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ এবং আশা করেন ভবিষ্যতে এ সম্পর্ক আরও সমৃদ্ধ হবে।
রাষ্ট্রপতি নরওয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।