এ বি এন এ : রাজধানীর মিরপুরে ১০ নম্বরে কাজিপাড়ায় একটি ভবনের কার্পেটের দোকানে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। মিরপুর ১০ নম্বরের আনোয়ারা হাসপাতালের বিপরীত পাশের একটি আবাসিক ভবনের নিচতলায় সোমবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কোনো কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।