খেলাধুলা

পর্দা নামল রিও অলিম্পিকের

এ বি এন এ : দুই সপ্তাহের ক্রীড়াযজ্ঞে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পর্দা নামলো রিও অলিম্পিকের। সোমবার ভোর ৫ টায় ব্রাজিলের বিখ্যাত মারাকান স্টেডিয়ামে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এতে উঠে আসে দেশটির শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য।
১১ হাজারেরও বেশি অ্যাথলেটের পদচারণায় মুখরিত হয়ে থাকা রিও অলিম্পিক ভিলেজের কোলাহল শেষে শুরু হল আবারো চার বছরের প্রতীক্ষা। ২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে পরবর্তী অলিম্পিক। পরবর্তী আয়োজক শহরের কাছে মশালও হস্তান্তর করেছে রিও।
অলিম্পিক ভিলেজ’ ও ছোটখাটো কয়েকটি ঘটনা ছাড়া আয়োজক হিসেবে ব্রাজিলকে সফলই বলা যায়। উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল চমক। আর ট্র্যাক-কোর্ট-মাঠে নতুন নতুন সব ইতিহাসের জন্ম দিয়ে ‘এ নিউ ওয়ার্ল্ড’-এর স্লোগানকে করেছে পরিপূর্ণ।

Share this content:

Related Articles

Back to top button