এবিএনএ : সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে রাখাইন রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
ঢাকা সফররত মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এক আলোচনায় এ দাবি জানানো হয় বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান।
তিনি বলেন, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ফিরিয়ে নিতে রাখাইন রাজ্যে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। সেখানকার সংখ্যালঘু জনগোষ্ঠীর গণহারে বাংলাদেশে আসার প্রকৃত কারণ খুঁজে বের করে মূল সমস্যার সমাধানের জন্য মিয়ানমারকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাও তিন বুধবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ এইচ মাহমুদ আলী বলেন, গত ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমার থেকে প্রায় ৬৫ হাজার নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের আসা অব্যাহত আছে। এতে চট্টগ্রাম এলাকা, বিশেষ করে কক্সবাজারের স্থিতিশীলতা বিনষ্ট এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানানো হয়।
তিনি আরও বলেন, তাদের আগ্রহ দেখছি। তাদের আন্তরিকতায় আমরা আশাবাদী। মিয়ানমারের বিশেষ দূত এ ক্ষেত্রে বাংলাদেশে সহযোগিতা চেয়েছেন।