আন্তর্জাতিক

মুসলিমদের সঙ্গে ইফতার করলেন জাস্টিন ট্রুডো

এ বি এন এ : ‘বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানাচ্ছেন সেই সময় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে ট্রুডো বলেন, ‘ককাসে দলের মুসলিম সদস্যদের সঙ্গে ইফতার উদযাপন ছিল আনন্দদায়ক’।

রোববার রমজান উপলক্ষে বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি দেন সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে সচেতন কানাডার এই প্রধানমন্ত্রী। বিবৃতিতে তিনি বলেন, আমার পরিবার, সোফি ও আমি প্রত্যাশা করছি, যেন পবিত্র এই মাস শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।

একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

 

https://youtu.be/e5Lm58iUs1Y?t=2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button