এবিএনএ : শুধু ব্যক্তিগত কারণ দেখিয়ে আগামী মাসেই পদত্যাগ করতে যাচ্ছেন মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক জোসেফ ক্ল্যান্সি। প্রায় তিন দশক দায়িত্ব পালনের পর আগামী ৪ মার্চ পদত্যাগ করতে যাচ্ছেন ক্ল্যান্সি। টুইটারে প্রকাশিত ঘোষণায় সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে ২৯ বছর দায়িত্ব পালনের জন্য ক্ল্যান্সির প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়েছে।
দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিক্রেট সার্ভিসের পরিচালকের প্রশংসা করার মাত্র তিন সপ্তাহ পর তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে সাত হাজার সদস্যের এই সংস্থা- সিক্রেট সার্ভিস। ৭০ বছর বয়সী ক্ল্যান্সি তার কর্মীদের কাছে লিখিত এক নোটে বলেছেন, নতুন প্রেসিডেন্ট ও তার প্রশাসন তাকে যথেষ্ট সহযোগিতা করছে; কিন্তু তারপরও ‘ব্যক্তিগত কারণে’ তিনি পদত্যাগ করছেন। তিনি তার কর্মীদের আরো বলেন, পরিচালকের পদে নতুন ব্যক্তি এলে যে আপনারা আরো ভালো থাকবেন সে বিষয়টি আমি হলফ করে বলতে পারি। এর আগে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সাথে টেলিফোনে রাষ্ট্রীয় গোপন বিষয়ে কথা বলার দায় মাথায় নিয়ে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছিলেন।