,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আ:লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের শুভেচ্ছা

এবিএনএ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বলেন ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের ৪৫ বছর পূর্ণ হল আজ। বাঙালি জাতি দেশ ও প্রবাসে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে এ বিজয়, বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রবাসে যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা আর ভালোবাসায় গাইছে মুক্তির জয়গান। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক বানীতে বলেন স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী মুক্তিযোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ সন্তান বলে আখ্যায়িত করেছেন। তিনি দেশের জন্য প্রাণ বিসর্জনকারী মুক্তিযোদ্ধা আর সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। শীত উপেক্ষা করে প্রবাসে হাজারো বাঙালি সুশৃংখলভাবে তাদের প্রাণের অর্ঘ্য নিবেদন করেন অস্হায়ী শহীদ বেদিগুলোতে।

ড. সিদ্দিকুর রহমান বলেন জাতি আজ শ্রদ্ধাবনত হৃদয়ে স্মরণ করেছে স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে তার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে নতুন করে শপথ নেন নতুন প্রজন্মের মানুষ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার মাজারেও শ্রদ্ধা জানান লাখো মানুষ। কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে সহায়তাকারী বন্ধু রাষ্ট্র ভারতকে। দেশটি ওই সময় এক কোটি মানুষকে আশ্রয়, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং আর সাহস জুগিয়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নসহ (রাশিয়া) অন্য বন্ধু রাষ্ট্র ও ব্যক্তির অবদানের কথা স্মরণ করা হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে।

ড. সিদ্দিকুর রহমান বিজয় দিবসে ধন্যবাদ জানান দেশরত্ম জাতির জনকের কন্য জননেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে । যিনি একে একে ছয় শীর্ষ ঘাতকের ফাঁসির রায় কার্যকর হওয়ায় ৪৫তম বার্ষিকীতে বিজয় দিবস ভিন্ন মাত্রায় উদযাপিত হচ্ছে। নানা ষড়যন্ত্র মোকাবেলা ও চড়াই-উতরাই পেরিয়ে দুর্ধর্ষ ঘাতক, মিরপুরের কসাই নামে পরিচত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, যুদ্ধাপরাধী কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাহউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী ও মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হয়েছে। ঘাতক এটিএম আজহার, মাওলানা আবদুস সোবহানের ফাঁসি কার্যকরের অপেক্ষায় রয়েছে ৷ তিনি পরিশেষে বলেন,আজ বিজয় দিবসে শপথ হোক, মহান স্বাধীনতা যুদ্ধে গভীর ষড়যন্ত্রকারী রাজাকারদের ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তাদের বিচার নিশ্চিতকরণ ৷ তবেই জাতির জনকের স্বপ্ন “সোনার বাংলা” প্রতিষ্টিত হবে, জাতি কলঙ্ক মুক্ত হবে ৷ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আগামী ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রীর ,জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ৷ তার এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আরও শক্তিশালী করতে হবে, তবেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে ৷ ড. সিদ্দিকুর রহমান আরও বলেন, দেশে স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী মহল মাননীয় প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বের চরম বিরোধীতা করে চলেছে, আজ মুজিব আদর্শে অনুপ্রানিত সকলকে এক হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তশালী করনের লক্ষ্যে কাজ করতে হবে ৷ তবেই দেশবিরোধীদের সমুচিত জবাব দেওয়া হবে ও জাতির জনকের স্বপ্ন ক্ষুধা ও দারিদ্রমুক্ত ” সোনার বাংলা ” প্রতিষ্ঠা করা সম্ভব হবে ৷ তাই আসুন বিজয়ের দিনে আমরা শপথ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করি ৷ জয় আমাদের হবেই ইনশাল্লাহ্ ৷

জয়বাংলা জয় বঙ্গবন্ধু

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited