আন্তর্জাতিক

ভারতে নোট বদলের ভোগান্তিতে ৪০ জনের মৃত্যু

এবিএনএ : সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর থেকেই বিপাকে পড়েছেন দেশটির নিম্নবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষজন। আগের নোট অবৈধ ঘোষণা পর হয়রানির স্বীকার হয়ে আত্মহত্যা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াসহ নানা অপ্রীতিকর ঘটনায় স্বীকার হয়ে এখন পর্যন্ত অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। জানা যায়, বাতিল নোট পাল্টাতে না পেয়ে দেশটির এক কৃষক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই কৃষক তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের তাগিদে বাতিল নোট পাল্টানোর জন্য ব্যাংকে গিয়েছিল। ভিড়ের কারণে নোট পাল্টাতে না পেয়ে বাসায় ফিরে আত্মহত্যা করেন তিনি। তাছাড়া নোট বাতিলের কারণে হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে অনেক রোগী মারা যায়। সবচেয়ে বেশি ভোগান্তির স্বীকার হয়েছেন আসাম, মধ্যপ্রদেশ, ঝারখণ্ড ও গুজরাট, তেলেঙ্গানা, বিহার, মুম্বাই, কেরালা ও কর্ণাটকের জনগণ। এ ছাড়া দেশটির উডিষা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ছত্রিশগড়, রাজস্থান এবং পশ্চিমবাংলায় লোকজনও হয়রানির স্বীকার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button