এ বি এন এ : ভক্তকে চমক দেয়া টেইলর সুইফটের কাছে নতুন কোনো বিষয় নয়। এবার এক ভক্তের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দিয়েছেন মার্কিন পপ গায়িকা।
নিউজার্সির দম্পতি ম্যাক্স সিঙ্গার ও কেনিয়া স্মিথের বিয়ের অনুষ্ঠানে ‘ব্ল্যাঙ্ক স্পেস’র গানে পারফর্মও করেন সুইফট।
বর ম্যাক্সের বোন আলি টেইলর সুইফটকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি জানিয়েছেন, তাদের মা মারা যাওয়ার সময় হাসপাতালেই ম্যাক্স ও কেনিয়ার বিয়ে হয়। সে সময় সুইফটের ‘ব্ল্যাঙ্ক স্পেস’ গানটি বাজানো হয়েছিল।
চিঠি পড়ে ম্যাক্সের বোনের সঙ্গে যোগাযোগ করেন সুইফট। তারা দুইজন মিলে ম্যাক্সকে চমক দেয়ার জন্য পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ম্যাক্সের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হয়ে যান সুইফট।
অনুষ্ঠানে ছোট একটি ইলেক্ট্রিক পিয়ানো বাজিয়ে তার ‘ব্ল্যাঙ্ক স্পেস’ গানটি পরিবেশন করেন।
এছাড়াও ম্যাক্স দম্পতিতে নিজের হাতে তৈরি একটি কার্ডও উপহার দেন সুইফট।