এবিএনএ : নতুন একটি জরিপে বিশ্বে সবচেয়ে সুন্দর শহরের তালিকায় ওঠে এসেছে ইউরোপের দেশ ফ্রান্সের প্যারিস। নিরাপত্তায় শীর্ষস্থান দখল করেছে নেদারল্যান্ডের আমস্টারডাম শহর। পেশাগত জীবনের সন্তুষ্টির দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে সুইডেনের রাজধানী স্টকহোম।
বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর তালিকায় প্রথম স্থানে আছে লন্ডন। দুই, তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে প্যারিস, নিউইয়র্ক, আমস্টারডাম এবং সিডনি। মোট ৩০টি শহরের এ তালিকায় ২৭ নম্বরে রয়েছে ভারতীয় মুম্বাইয়ের শহরের নাম রয়েছে। ৩০ নাম্বারে আছে নাইজেরিয়ার লাগোস শহর।