এ বি এন এ : সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) কঠোর হতে নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তান সীমান্তের সঙ্গে ঝুঁকিপূর্ণ সব পয়েন্ট বন্ধ করে দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিএসএফের সাথে এক বৈঠকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ দেন। বিএফএফ বাংলাদেশ ও পাকিস্তানের সাথে সীমান্ত পাহারা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তরক্ষী বাহিনীটির কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি এবং আরো কী কী বিষয়ে রক্ষী বাহিনীকে সচেতন হতে হবে সে বিষয়ে আলোচনা করেন। অতীতের ভুল শুধরে আন্তর্জাতিক সীমান্ত এবং লাইন অব কন্ট্রোলে অনুপ্রবেশ ঠেকাতেও নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ জন্য রাষ্ট্রীয় পুলিশের সহযোগিতা নেয়ারও পরামর্শ দেন তিনি।