রাজধানীর কলাবাগানে জোড়া খুনের হত্যাকারীদের ধরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা বিএনপির মতো জজ মিয়া নাটক সাজাতে চাই না। তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। খুনিদের শনাক্তকরণের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা।
শুক্রবার ঢাকা মহাধর্ম প্রদেশের নব অভিষিক্ত সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ এর সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
কলাবাগানে জোড়া খুনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুনিদের শনাক্তকরণের প্রায় কাছাকাছি চলে এসেছি। খুনিদের ধরতে আরো কয়েকদিন সময় লাগবে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কতজনকে শনাক্ত করা গেছে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্তাধীন বিষয় নিয়ে আগাম কথা বলা ঠিক হবে না। সময় হলে জানতে পারবেন। আমরা জজ মিয়া নাটক সাজাতে চাই না। আমাদের প্রধানমন্ত্রী স্বচ্ছতায় বিশ্বাসী। খুনি যারাই হোক না কেন তারা ধরা পড়বে।
‘বাংলাদেশে জঙ্গি আছে’ আমেরিকান রাষ্ট্রদূতের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি আছে তো। আমি তো বলি নি যে বাংলাদেশে জঙ্গি নেই, এ দেশে জঙ্গি আছে তবে তারা বিদেশি নয় দেশে জন্ম নেয়া জঙ্গি। আমেরিকাতেও জঙ্গি আছে। তারাই নতুন নতুন নামে জঙ্গি হামলা ও খুনের চেষ্টা করে আসছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে শুধু নয় সারা বিশ্বে এখন জঙ্গি আছে। বাংলাদেশে যেদিন জোড়া খুন হলো সেদিনও কিন্তু আমেরিকাতে বাংলাদেশি দুজন নাগরিক খুন হয়েছেন। কলাবাগানে জোড়া খুনের সময় তো বাংলাদেশ পুলিশ ৫ মিনিটের মধ্যে স্পটে গেছে। খুনিদের ধাওয়াও করেছিল। কিন্তু আমেরিকাতে কি হয়েছে? পুলিশ দু’দিন পর লাশ উদ্ধার করতে পেরেছে। আমরা তো পিছিয়ে নেই। এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের সক্ষমতা বাড়ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।