এবিএনএ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অগ্নিদগ্ধ মানুষকে বাঁচানোর ক্ষেত্রে বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। আজ মঙ্গলবার বিকেলে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগমীকাল বুধবার রাজধানীর চাঁনখারপুলে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের উদ্বোধন করবেন। মোহাম্মদ নাসিম বলেন, অগ্নিদগ্ধ লোকদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য এই ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার নামে বিএনপি-জামায়াত অশুভ উদ্দেশ্যে নিয়ে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। শত শত মানুষকে আহত করেছে। এই সকল আহত মানুষকে বার্ন ইউনিটে সেবা দিয়ে সুস্থ করা হয়েছে। ইতিহাসে এই বার্ন ইনস্টিটিউট মাইল ফলক হয়ে থাকবে। এ সময়ে স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।