এ বি এন এ : বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে দাবি করেছেন দেশটির একজন শীর্ষস্থানীয় কূটনীতিক। সম্প্রতি দেশে সেক্যুলার ব্লগার ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রেক্ষাপটে উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এ কথা জানান।
অ্যান্থনি ব্লিঙ্কেন কংগ্রেসের শুনানিতে বলেন, ‘সমস্যা সমাধানে আমরা উভয়েই সরকারের সঙ্গে কাজ করছি। সেই সঙ্গে জঙ্গিবাদ যেন বাংলাদেশে শিকড় গেড়ে বসতে না পারে তাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’ গত মাসের শেষ দিকে এশিয়া সংক্রান্ত পররাষ্ট্র কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্র সরকারের এই অবস্থান তুলে ধরেন ব্লিঙ্কেন।
সম্প্রতি দেশে সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে ব্লিঙ্কেন বলেন, ‘গত কয়েক মাসে আমরা বাংলাদেশে ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদী হামলা হতে দেখছি। ইসলামিক স্টেট (আইএস) অথবা আল কায়েদা এসব হামলার দায় স্বীকার করেছে।’ এসব হামলায় দেশের বিরোধী দলগুলো যুক্ত থাকতে পারে সরকারের এমন দাবির সঙ্গেও দ্বিমত পোষণ করেন ব্লিঙ্কেন।
‘অনেক সময়ই সরকার দাবি করেছে কোন না কোনভাবে বিরোধী দলগুলো এসব হামলার পেছনে রয়েছে। তবে এখন পর্যন্ত পাওয়া প্রমাণে আমরা দেখতে পেয়েছি স্থানীয় বা আইএসের সঙ্গে যুক্ত জঙ্গি গ্রুপগুলোই এই হামলাগুলো চালিয়েছে।’ বলেন তিনি।
ব্লিঙ্কেন বলেন, ‘এই ঘটনাগুলো থেকে আমাদের শঙ্কা বাংলাদেশে আইএস শিকড় গাড়তে পারে।’ আধুনিক চেতনাসম্পন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ বৈশ্বিক জঙ্গিবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশকে ‘মডারেট মুসলিম’ দেশ হিসেবে মনে করা হয় উল্লেখ করে উপ-পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেস কমিটিকে বলেন, অতীতে বাংলাদেশ কার্যকরভাবে ইসলামী চরমপন্থার উত্থান ঠেকিয়েছে। কংগ্রেসম্যান স্টিভ চ্যাবটের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।