এ বি এন এ : বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের অস্তিত্বের কোনও সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শংকর।
বৃহস্পতিবার সকালে ঢাকায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট সুলতানা কামাল্ উল্লেখ্য, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের আমন্ত্রণে বুধবার বিকালে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন জয়শংকর। এরপর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন জয়শংকর। এ সময় দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিশ্বে মডেল বলে উল্লেখ করেন তিনি। বৈঠকে ত্রিপুরা থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিদ্যুৎ পাঠানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমা চুক্তিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে সার্ক কৃত্রিম উপগ্রহে সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ভারতের পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি। এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে যেসব চুক্তি ও সিদ্ধান্ত হয়েছে সেগুলোর বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হতে পারে। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্র সচিব শহিদুল হক ভারত সফর করেছিলেন। ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর তারই ফিরতি সফর।