এবিএনএ: বগুড়ায় সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের প্লাস্টিক কারখানায় আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ও নওগাঁ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর বেলা পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।