এ বি এন এ : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বৃহস্পতি এখন তুঙ্গে। যত দিন যাচ্ছে, ততই একের পর এক চ্যালেঞ্জ নিয়ে চলেছেন তিনি।
দেখতে দেখতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৩ বছর হয়ে গেছে। কিন্তু আত্মতুষ্টি বলে কোনো শব্দ বোধহয় তার ডিকশনারিতে নেই। আর তাই বলিউডে পায়ের তলার মাটি শক্ত হতেই পাড়ি জমিয়েছেন হলিউডে।
আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ কোয়ান্টিকোর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। হলিউড ফিল্ম ‘বেওয়াচ’-এ অভিনয় করেছেন তিনি। পপ সিঙ্গার হিসেবে অ্যালবাম। ঝুলিতে সবকটাই পুরেছেন দেশী গার্ল।
এরই মাঝে পুরোদমে চলেছে ফটোশুট। ম্যাগাজিনের কভারশুট থেকে পোর্টফোলিও শুট। এককথায় অনবদ্য প্রিয়াঙ্কা। সম্প্রতি নিজের ‘টপলেস’ ছবি টুইটারে শেয়ার করেন প্রিয়াঙ্কা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল।
ফ্যানদের বক্তব্য, যত দিন যাচ্ছে আরও যেন ‘সেক্সি’ হচ্ছেন ‘দেসি গার্ল’!