এ বি এন এ : ভারতের রাজ্যসভায় সম্প্রতি পাশ হয়েছে ‘ম্যাটারনিটি বেনিফিট’ সংশোধনী বিল। এই বিলে মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করার প্রস্তাব রাখা হয়েছে। এই মুহূর্তে ১৫ দিন সবেতনে ছুটি পান সদ্য বাবা হওয়া ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মীরা। এবার পিতৃত্বকালীন এই ছুটিকে ব্যঙ্গ করে বিতর্কে জড়ালেন দেশটির কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী মানেকা গান্ধী। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মানেকা বলেন, ‘আমি খুশি হতাম যদি সত্যিই পুরুষেরা মেয়েদের ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির শেষে এক মাস ছুটি নিয়ে ঘরে বাচ্চার দেখাশোনা করতেন। কিন্তু বাস্তবে কতজন পুরুষ তা করেন? পিতৃত্বকালীন ছুটিটা আসলে পুরুষেরা হলিডে হিসাবে উপভোগ করেন।’ কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরণের মন্তব্যে স্বাভাবিক ভাবেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।