এ বি এন এ : এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কিছুদিন আগে জানিয়েছিলেন বাগদান সম্পন্ন করেছেন তিনি। তবে কার সঙ্গে বাগদান সেরেছেন এ বিষয়ে তখন কিছু জানাননি এই অভিনেত্রী। তারপর এ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পরী তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক যুবকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। এ ছবির ক্যাপশনে পরী লিখেন, ‘ইয়েস, দিস ইজ মাই হার্ট’। তবে এই যুবকটি পরীর হবু বর কিনা প্রথমে তা খোলাসা করে কিছু বলেননি এই অভিনেত্রী।
এরপর এই পোস্ট করা ছবিতে শোবিজ অঙ্গনের অনেকে পরীকে শুভেচ্ছা জানান। তখন এ বিষয়ে পরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পরী ফোন রিসিভ করেন না। কিন্তু মাঝরাতে তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আরো কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন ‘হা হা হা। এ যুবক আমার নতুন সিনেমা রেড হার্টের নায়ক। সিনেমাটির পরিচালক করবেন মালেক আফসারী স্যার।’
বলিউড সিনেমার প্রচারণার জন্য হরমামেশাই এমন স্টান্টবাজির কৌশল নিয়ে থাকে জনপ্রিয় অভিনয়শিল্পীরা। ঢাকাই চলচ্চিত্রে এমন কৌশলের চর্চাটা খুব বেশি চোখে পড়ে না। তবে এবার সে পথেই হাঁটলেন পরীমনি।
(বামে) প্রথম প্রকাশিত আলোচিত ছবিতে পরী।
২০১৫ সালে ভালোবাসা সীমাহীন সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে অভিষেক ঘটে জনপ্রিয় এই নায়িকার। প্রথম ছবির পর মাত্র দুই মাসের মাথায় এপ্রিলে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা পাগলা দিওয়ানা। সম্প্রতি পরী শুটিং শেষ করেছেন মালেক আফসারী পরিচালিত অন্তর জ্বালা সিনেমার। কিছুদিন আগে একই পরিচালকের রক্ত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে এ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন পরী।