এবিএনএ : টয়লেটে নারীর নগ্ন ভিডিও চিত্র ধারণ করার ঘটনায় পপুলার হাসপাতালে টেলিফোন অপারেটর মো. হাসিবুর রহমানকে পর্ণগ্রাফি আইনে মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ধানমন্ডি থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। যোগাযোগ করা হলে ধানমন্ডি থানা পুলিশ জানান, এই ঘটনার সঙ্গে আর কেই জড়িত আছে কি না সে বিষয়টি জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল শনিবার পপুলার ডায়াগনষ্টিক হাসপাতালে আসা এক নারী রোগী পরীক্ষার জন্য টয়লেটে প্র¯্রাব দেয়ার সময় গোপনে ভিডিও চিত্র মোবাইলে ধারণ করছিল হাসিবুর। বিষয়টি টের পেয়ে ওই নারী সঙ্গে সঙ্গে ধানমন্ডি থানা পুলিশকে জানায় এবং পরে পুলিশ হাসিবুরকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময়ে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা পপুলারে গেলে হাসপাতালের স্টাফরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে।
ধানমন্ডি থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, গতকাল ওই ঘটনার শিকার নারী বাদি হয়ে ধানমন্ডি থানায় পর্ণগ্রাফি আইনে মামলা করেন। পরে পুলিশ গ্রেপ্তারকৃতকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠান। পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, এখন হাসিবুর থানায় আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে এখনও তেমন কোন তথ্য দেয়নি তিনি।