জাতীয়বাংলাদেশলিড নিউজ

নেতাদের ‘শুদ্ধ’ হতে বললেন ওবায়দুল কাদের

এবিএনএ : আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি বলবো শুদ্ধ হন, এতো উন্নয়ন, এতো অর্জন আমরা বৃথা যেতে দিতে পারি না। গুটি কয়েক নেতার অপকর্মের জন্য গোটা পার্টির বদনাম হতে পারে না।

সোমবার বিকালে ঢাকা হতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আর দু’বছর বাকি, নির্বাচনে কাজে ঝাঁপিয়ে পড়ুন। জনগণের দ্বারে দ্বারে যাওয়া শুরু করুন। জনগনের সঙ্গে ভালো আচরণ করুন। উন্নয়ন বৃথা যাবে যদি আচরণ ভালো না হয়।

ফরিদপুর জেলা সভাপতি সুবুল চন্দ্র সাহার সভাপতিত্বে আয়োজিত পথসভায় আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতয়ালী থানা  সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী প্রমুখ।

Share this content:

Back to top button