,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে বিএনপিতে নানান সুর: কাদের

এবিএনএ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেছেন, নির্বাচনে তাঁদের আংশিক বিজয় হয়েছে। বিএনপির অপর নেতা নির্বাচনের বিচার বিভাগীয় তদন্ত চায়। দলটিতে ঐক্য নেই। তাই তাঁরা নানান সুরে কথা বলছেন।
আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবারে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশেও এটা সর্বজনস্বীকৃত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচনে তাঁদের আংশিক বিজয় হয়েছে। বিএনপির অপর নেতা এ নির্বাচনের বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন। এতে বোঝা যায়, বিএনপিতে ঐক্য নেই। তাই তাঁরা নানান সুরে কথা বলছেন। বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তাই নেতারা এক সুরে কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে আছে। এ ব্যাপারে কোনোরূপ শিথিলতা নেই। আত্মঘাতী হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বার্লিন, আমেরিকা, ফ্রান্সে এ ধরনের ঘটনা ঘটছে। পাকিস্তানে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলশান, শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা শক্ত হাতে মোকাবিলা করে প্রশংসিত হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে।’

ফতেহপুর রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএলের এ কাজ দুই বছরে কাজ শেষ করার কথা। বারবার সময় বাড়ানো হলেও তারা কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। চার বছর চার মাসে ৫১ শতাংশ কাজ সম্পন্ন করেছে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কুমিল্লায় রেলওয়ে ওভারপাস এবং ইলিয়টগঞ্জের কাজ একই ধরনের ধীরগতিতে করছে। কুমিল্লায় ওভারপাসের একাংশে কাজ হলেও আরেক অংশে কাজ হয়নি। সেখানে কাজ হয়েছে ৭৮ শতাংশ। ইলিয়টগঞ্জের কাজটি দেড় বছরে সম্পন্ন করার কথা থাকলেও ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ নেবে কম মূল্যে, কিন্তু নির্দিষ্ট সময়ে তারা কোনো কাজই সম্পন্ন করতে পারে না। এ ছাড়া তারা ময়মনসিংহ, কক্সবাজার, টেকনাফে কাজেও সমস্যা করেছে। এ কারণে তাদের ফেনী রেলওয়ে ওভারপাস ও কুমিল্লার রেলওয়ে ওভারপাসের কাজ বাতিল করে অবশিষ্ট কাজের জন্য সেনাবাহিনীর প্রকৌশল বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আশা করেন, সেনাবাহিনী কাজটি যথাসময়ে সম্পন্ন করতে পারবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, কুমিল্লা সড়ক বিভাগের অতিরিক্ত প্রকৌশলী জুনায়েদ আহমদ, সেনাবাহিনীর প্রকল্প প্রকৌশলী মেজর মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited