এ বি এন এ : জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সোমবার শোক দিবস পালনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীকেও দায়িত্ব পালন করতে দেখা যায়।
এদিকে, ১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন রাসেল স্কায়ার থেকে মেট্রো শপিং মল পযর্ন্ত মিরপুর রোডে পশ্চিমাংশে কোনো যানবাহন চলাচলা করছে না। মেট্রোর গলিসহ আশপাশের গলিতেও যান চলাচল বন্ধ রয়েছে।
বঙ্গবন্ধুর বাড়ির প্রবেশ পথে বসানো হয়েছে আর্চওয়ে। দর্শানার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে। ধানমন্ডি ৩২ নম্বরজুড়ে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে।
বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হিসেবে ডগ স্কোয়াড মোতায়েন রয়েছে। যাতে করে বিষাক্ত বিস্ফোরক দ্রব্য সহজে শনাক্ত করা সম্ভব হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ‘বর্তমান পরিস্থিতি নাজুক হওয়াতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছি। সব ধরনের নাশকতা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি।’