এ বি এন এ : সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু মাস্টার বাহিনী আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র-গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পণ করবে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. আদনান কবির জানান, ইতোমধ্যে মাস্টার বাহিনী ৫১টি দেশি-বিদেশি আধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রায় ৫ হাজার রাউন্ড বিভিন্ন ধরনের গুলি র্যাবের কাছে জমা দিয়েছে। বর্তমানে এসব বনদস্যু র্যাব-৮ এর হেফাজতে রয়েছে।
গত রবিবার ভোর সাড়ে ৬টার দিকে সুন্দরবনে র্যাবের কাছে অস্ত্র-গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ৭ দস্যু।