এবিএনএ : দুই বিচাপতির মৃত্যুতে সুপ্রিম কোর্টের দুই বিভাগে আজ সোমবার এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের জানাজা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি জে এন দেব চৌধুরীর মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের দুই বিভাগে আজ এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান রোববার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে ১৫ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি জে এন দেব চৌধুরী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।