এ বি এন এ : জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার ‘মূল আসামি’ শামীম ওরফে সিফাত ওরফে সমীর ওরফে ইমরানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ(ডিবি)।
বুধবার সিফাতকে আটক করার খবর নিশ্চিত করেছে ডিএমপি।
ব্লগার-লেখক-প্রকাশক হত্যায় জড়িত বলে অভিযুক্ত ছয় জঙ্গির অন্যতম সিফাত। তাকে ধরিয়ে দেয়ার জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।