,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

তুরস্কে নাইটক্লাবে সন্ত্রাসী হামলায় ১৬ বিদেশী সহ নিহত ৩৯

এবিএনএ : নতুন বর্ষবরণের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে একটি নাইট ক্লাবে সন্ত্রাসী হামলায় ঝরে গেছে কমপক্ষে ৩৯টি প্রাণ। এতে আহত হয়েছে কমপক্ষে ৬৯ জন। নিহতদের মধ্যে ২১ জনকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬ জন বিদেশী। গত রাতে স্থানীয় সময় দেড়টার দিকে ইস্তাম্বুলের ওরাতাকোয় এলাকায় অবস্থিত রেইনা নাইটক্লাবে এ ঘটনা ঘটে। এ ক্লাবটি শুধু তুরস্কের নাগরিক নন, বিদেশীদের কাছেও বেশ জনপ্রিয়। হামলার সময় এর ভিতরে কতজন বিদেশী ছিলেন বা আদৌও ছিলেন কিনা তা জানা যায় নি। ইস্তাম্বুলের গভর্নর বলেছেন একজন এ হামলা চালিয়েছে। তবে তুরস্কে অবস্থানরত সিএনএনের সাংবাদিক বলেছেন, হামলাকারী ছিল সান্তাক্লজের পোশাক পরা। ওই নাইটক্লাবটি বোসফেরাস নদীর ইউরোপীয়ান অংশে। হামলাকারী সেখানে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহার করেছে। সে নৃশংসভাবে সাধারণ মানুষের ওপর গুলি শুরু করে। তবে ওই অস্ত্রধারীর শেষ অবস্থা কি সে সম্পর্কে পরিষ্কার জানা যায় নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন একজন নয়, হামলা চালিয়েছে দু’জন। এ সময় নাইটক্লাবটির ভিতরে ছিল প্রায় ৭০০ মানুষ। অকস্মাৎ গুলি শুরু হলে তাদের অনেকে প্রাণভয়ে লাফিয়ে পড়েন নদীর পানিতে। বার্তা সংস্থা দোগান রিপোর্ট করেছে যে, অনেক প্রত্যক্ষদর্শী শুনতে পেয়েছেন হামলাকারী আরবীতে কথা বলছিল। ওদিকে তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, নাইটক্লাবটিতে এখন তল্লাশি করছে স্পেশাল পুলিশ ফোর্স। এ হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এতগুলো মানুষের প্রাণহানীতে তিনি গভীর শোকও প্রকাশ করেছেন। বর্তমানে তিনি অবকাশ যাপনে রয়েছেন হাওয়াইয়ে। আন্তর্জাতিক পর্যায়ের নেতাদের মধ্যে তিনিই প্রথম এ হামলার নিন্দা জানালেন। হোয়াইট হাউজের মুখপাত্র এরিক শুলটজ এক বিবৃতিতে বলেছেন, নিরপরাধ মানুষের প্রাণহানীতে প্রেসিডেন্ট ওবামা শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি প্রয়োজন অনুযায়ী তুরস্কের কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতার জন্য তার টিমকে নির্দেশ দিয়েছেন। ঘটনার আপডেট জানাতে বলেছেন তাকে। ওদিকে হামলার প্রেক্ষিতে তুরস্ক সরকার অস্থায়ীভিত্তিতে মিডিয়ার ওপর এ হামলা নিয়ে রিপোর্ট প্রকাশ না করার নির্দেশ দিয়েছে। জন নিরাপত্তা ও শৃংখলার বিষয়টি মাথায় রেখেই এটা করা হয়েছে। এমন নির্দেশনা এটাই তুরস্কে প্রথম নয়। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ইস্তাম্বুলে প্রায় ১৭ হাজার পুলিশকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বেশ কয়েকটি হামলার পর এর দায় স্বীকার করেছে আইএস অথবা কুর্দিরা। একপক্ষও পার হয় নি একটি চিত্র প্রদর্শনীতে গুলি করে হত্যা করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে। তাকে হত্যা করে তুরস্কের এক পুলিশ কর্মকর্তা মেভলুট মার্ট আলতিনতাস। কারলভকে হত্যার পর সে ওই প্রদর্শনীর ডায়াসে দম্ভ করে বক্তব্য দিতে থাকে। বলে, সিরিয়ার আলেপ্পোতে রাশিয়ার হামলার প্রতিশোধ নিতে এই হত্যাকা- ঘটিয়েছে সে।
২০১৬ সালে তুরস্কে কমপক্ষে ৬টি হামলা হয়েছে। এর মধ্যে ১৭ই ফেব্রুয়ারি আঙ্কারায় সামরিক বহরের ওপর এক হামলায় নিহত হন ২৮ জন। ১৩ই মার্চ আঙ্কারায় গাড়িবোসা বিস্ফোরণ ঘটনায় কুর্দিরা। আত্মঘাতী এ হামলায় নিহত হন হমপক্ষে ৩৭ জন। ২ শে জুন ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে গুলি ও বোমা হামলা চালিয়ে হত্যা করা হয় ৪১ জনকে। এ হামলার জন্য দায়ী করা হয় আইএসকে। ৩০শে জুলাই ৩৫ কুর্দি যোদ্ধা একটি সেনা ঘাঁটিতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় সেনারা গুলি করে হত্যা করে তাদের। ২ শে আগস্ট গাজিয়ানটেপে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে কমপক্ষে ৩০ জন নিহত হন। এ হামলার জন্য আইএসকে সন্দেহ করা হয়। ১০ই ডিসেম্বর ইস্তাম্বুলে একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে জোড়া বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ৪৪ জন নিহত হন। এ হামলার দায় স্বীকার করে কুর্দি জঙ্গিরা।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited