জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘তিন বছরেই পাল্টে যাবে রাজধানীর চেহারা’

এবিএনএ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘আগামী তিন বছরের মধ্যে রাজধানীকে বদলে দেওয়া হবে।’

সোমবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তাসংলগ্ন নবনির্মিত একটি আধুনিক গণশৌচাগারের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আমি নির্বাচনে দাঁড়ানোর সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম ঢাকাকে বদলে দেবার। তারই ধারাবাহিকতায় কাজ শুরু হয়েছে। আশা করি আগামী ৩ বছরের মধ্যে ঢাকাকে নতুন রূপে দেখতে পারবে নগরবাসী।’

গণশৌচাগারের উদ্বোধন করে মেয়র বলেন, ‘এই গণশৌচাগার চালু হওয়ার মধ্য দিয়ে আর একটি নতুন অধ্যায়ের সূচনা হল। এই রকম আধুনিক গণশৌচাগার জায়গা পেলে নগরীর বিভিন্ন এলাকায় স্থাপন করা হবে।’

এ সময় তিনি নগরবাসীদের উদ্দেশে বলেন, ‘এই গণশৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। আমি আশা করবো এর যথাযথ ব্যবহার করা হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে মহানগরীতে এরকম চারটি টয়লেট হয়েছে এবং ১৪ টির নির্মাণ কাজ চলছে। সব মিলিয়ে মোট ১০০টি টয়লেট করা হবে।’

নগরজুড়ে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রসঙ্গে মেয়র বলেন, ‘জনগণের স্বার্থে নগরে রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে। এখন মানুষের একটু কষ্ট হচ্ছে। তবে কাজ শেষে কষ্ট কমে আসবে। তবে বর্ষার আগে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার চেষ্টা চলছে। বিগত বছরের তুলনায় এ বছর বৃষ্টি মৌসুমে নগরীতে জলাবদ্ধতার ভোগান্তি কমবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button