জাতীয়বাংলাদেশলিড নিউজ

তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ ‘রবিবার’

এ বি এন এ :  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আগামী রবিবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বিতীয় ময়নাতদন্তকারী বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা।

 

মঙ্গলবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

এর আগে, দুপুর সোয়া ১২টায় সিআইডি কুমিল্লার এএসআই মোশারফ হোসেন ও কনস্টেবল শাহ আলম তনুর ডিএনএ প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ও দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহার নিকট হস্তান্তর করেন।

 

রবিবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম ডিএনএর পুরো প্রতিবেদনটি দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেওয়ার জন্য সিআইডিকে আদেশ দেন।

 

এ ব্যাপারে দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা বলেন, সিআইডি তনুর ডিএনএ প্রতিবেদনটি আমাদের নিকট হস্তান্তর করেছেন। মেডিকেল বোর্ডের এক সদস্য মামলার হাজিরার কারণে কুমিল্লার বাইরে রয়েছেন। তিনি ফিরে আসলে বিষয়টি নিয়ে শনিবার আলোচনা করব। আশা করছি রবিবার তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দিতে পারব।

 

উল্লেখ্য, গত ২০ মার্চ তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের বাসার নিকট পাওয়া যায়। এরপর ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। কিন্তু এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন জমা দেন ময়নাতদন্তকারী কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে গত ৩০ মার্চ দ্বিতীয় ময়নাতদন্তের জন্য তনুর লাশ কবর থেকে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button