আমেরিকালিড নিউজ

ট্রাম্পের খন্ডিত মস্তক হাতে, চাকরি গেল উপস্থাপকের

এবিএনএ : ট্রাম্পের খন্ডিত মস্তক হাতে, ঝরছে ফোটা ফোটা রক্ত। বিশ্বের ক্ষমতার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের এমন ছবি প্রকাশ করায় চাকরি গেল খ্যাতিমান কৌতুক অভিনেতা ও সিএনএনের উপস্থাপক ক্যাথি গ্রিফিনের।

বৃহস্পতিবার ভারতের এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে ছবিটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চান গ্রিফিন। এর কয়েক ঘন্টার মধ্যেই সিএনএন কর্তৃপক্ষ গ্রিফিনকে চাকরিচ্যুত করে। ওই ছবি প্রকাশের পর গ্রিফিনের মানসিক সুস্থ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প।

এক টুইটটার বার্তায় ট্রাম্প গ্রিফিনকে ‘অসুস্থ’ উল্লেখ করে বলেন, ‘গ্রিফিনকে লজ্জিত হওয়া উচিত। এই ছবি নিয়ে তার (ট্রাম্প) ১১ বছর বয়সী ছেলে ব্যারন বাজে সময় পার করছে।’

মেলানিয়া ট্রাম্প বলেছেন, ‘একজন মা, একজন স্ত্রী ও একজন মানুষ হিসেবে তিনি বলতে চান, ছবিটি অস্বাভাবিক। এই ধরনের ছবি দেয়া ঠিক হয়নি। এই কাজ যিনি করেছেন, তার মানসিক সুস্থতা নিয়ে অবাক হতে হয়।’

চেলসি ক্লিনটন এই ছবিকে ‘অরুচিকর’ ও ‘অনৈতিক’ বলে বর্ণনা করে বলেন, ‘আমি তার বাক্‌স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। তবে আমি মনে করি, এটা মজার কিছু নয়। এটা ঠিক না।’

গ্রিফিন ২০০৭ সাল থেকে সিএনএনে একটি অনুষ্ঠান উপস্থাপনা করে আসছিলেন। সহ-উপস্থাপক অ্যান্ডারসন কুপারও গ্রিফিনের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এমন ছবি দেখে তিনি আতঙ্কিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button