এ বি এন এ : রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ‘জঘন্য মানুষের দল’ বলে অভিহিত করেছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। নিউইয়র্কে একটি নির্বাচনী ফান্ড সংগ্রহ সভায় তিনি এ কথা বলেন।
সমকামীদের একটি ফান্ড সংগ্রহ সভায় হিলারি, ট্রাম্প সমর্থকদের সম্পর্কে বলেন, তারা বর্ণবাদী, যৌন বৈষম্যবাদী, অভিবাসী ও ইসলাম বিদ্বেষী। সাধারণভাবে আপনি ট্রাম্পের অর্ধেক সমর্থককে এই ‘জঘন্য মানুষ’ দের দলে ফেলে দিতে পারেন। বাকি অর্ধেক মনে করে অর্থনীতি ও সরকারের কারণে তারা ব্যর্থ হয়েছে এবং তারা পরিবর্তনের জন্য ব্যাকুল। তারা ট্রাম্প যা বলে তার সবকিছু বিশ্বাস করে না তবে তারা মনে করে ট্রাম্প প্রেসিডেন্ট হলে তাদের জীবনে পরিবর্তন আসবে। এই মানুষদেরকেও আমাদের বুঝতে হবে এবং তাদের সমব্যথী হতে হবে।
হিলারির এই বক্তব্যের জবাবে ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার টুইটারে বলেছেন, হিলারি এই মন্তব্য করে লাখো মার্কিন নাগরিককে অপমান করেছেন।