খেলাধুলা

টি-টোয়েন্টি দর্শকদের জন্য ১ হাজার ফ্রি মোবাইল

এ বি এন এ : টি-টোয়েন্টির রমরমা বানিজ্যে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে হংকং ব্লিটজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। হংকংয়ে ক্রিকেটকে আরো এগিয়ে নিতে এমন ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছেন হংকং।

এই টুর্নামেন্টে কাওলুন কান্তুনসের হয়ে খেলবেন সাবেক অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। এত কষ্ট করে খেলা দেখতে আসার জন্য দর্শকদের জন্যেও থাকছে উপহার। যারা খেলা দেখতে আসবে তাদের প্রত্যেককেই ফ্রিতে দেয়া হবে একটি করে মোবাইল সেট।

আগামী ২৮মে এবং ২৯মে দু দিন ব্যাপী এই টুর্নামেন্টে খেলা দেখতে আসা ১ হাজার জনকে দেয়া হবে ডিটিএসের তরফ থেকে মোবাইল সেট। এমনটাই জানিয়েছে কোম্পানিটি।

ডিটিএস মোবাইল কোম্পানির প্রধান বলেন, ‘মাইকেল ক্লার্কের মত তারকারা টুর্নামেন্টে খেলতে আসার ফলে চাইনিজ মানুষদের মাঝে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে। মোবাইল সেটটাও দারুণ। আশা করছি টুর্নামেন্টটি ভালোই উপভোগ্য হবে।’

প্রথম দিনের জন্যে ৫০০ টিকেট এবং পরবর্তী দিনের জন্য ৫০০টিকেট বরাদ্দ রয়েছে। যারা টিকেট কেটে খেলা দেখতে আসবে কেবলমাত্র তাদেরকেই দেয়া হবে মোবাইল সেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button