এবিএনএ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত বেছে নিয়েছেনের মাশরাফি বিন মূর্তজা। আর কিছু সময় পরেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল।
এদিকে প্রথম টি-২০ ম্যাচে গাপ্টিলের বদলে অভিষেক হচ্ছে টম ব্রুসের।
প্রথম টি-টোয়েন্টির একাদশ: খেলবেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান।