,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুল, সম্পাদক ফরিদা

এবিএনএ : জাতীয় প্রেসক্লাবের সভাপতি পদে মুহাম্মদ শফিকুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদা ইয়াসমীন। শনিবার রাত সোয়া সাতটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে ৬৭২ ভোট পেয়ে শফিকুর রহমান সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী একটি প্যানেলের এম এ আজিজ পান ২৭৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমীন ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ৩৫০ ভোট পেয়ে দ্বিতীয় হন বিএনপিপন্থী একটি প্যানেলের কাদের গণি চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৩৫০।

এর আগে দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করতে সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল পাঁচটা পর্যন্ত। জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সবসময় দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার করছে তিনটি।

সরকারসমর্থক সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি ও জামায়াত সমর্থকরা এবার দুই ভাগে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার ২১৮ জন।

সরকারসমর্থক প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও ফরিদা ইয়াসমীন। এছাড়া কোষাধ্যক্ষ পদে কার্ত্তিক চ্যাটার্জি (বাসস) এবং যুগ্ম-সম্পাদক পদে আশরাফ আলী (নয়া দিগন্ত) ও শাহেদ চৌধুরী (সমকাল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি ও জামায়াত সমর্থকদের একটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যথাক্রমে এম এ আজিজ ও কাদের গনি চৌধুরী। এছাড়া কোষাধ্যক্ষ পদে কাজী রওনক হোসেন এবং যুগ্ম-সম্পাদক পদে নাজমুল আশরাফ ও ইলিয়াস খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে শফিকুর রহমান-ফরিদা ইয়াসমীন প্যানেল নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য পদের মধ্যে এ প্যানেলের প্রার্থীরা ১৪টিতেই জয়লাভ করে। বিএনপির একাংশের প্যানেল থেকে যুগ্ন সম্পাদক পদে ১ জন ও সদস্য পদে ১ জন নির্বাচিত হয়েছেন। বাকি সদস্য পদটিতে জিতেছেন একজন স্বতন্ত্র প্রার্থী।

সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে শফিকুর রহমান-ফরিদা ইয়াসমীন প্যানেল থেকে সাইফুল আলম ৮০৭ ভোট ও আজিজুল ইসলাম ভূঁইয়া ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।

যুগ্ম সম্পাদকের দু’টি পদের একটিতে জিতেছেন শফিকুর-ফরিদা ইয়াসমীন প্যানেলের শাহেদ চৌধুরী। তিনি পানব ৬২৭ ভোট। অপরটিতে জিতেছেন বিএনপিপন্থী ইলিয়াস খান। তার প্রাপ্ত ভোট ৪৫২। কোষাধ্যক্ষ নির্বাচিত হন শফিকুর রহমান-ফরিদা ইয়াসমীন প্যানেলের কার্তিক চ্যার্টাজি।

১০টি সদস্য পদের মধ্যে আটটিতে নির্বাচিত হওয়া শফিকুর রহমান-ফরিদা ইয়াসমীন প্যানেলের সদস্যরা হলেন- শ্যামল দত্ত (৫৭৪), কুদ্দুস আফ্রাদ (৫৩৫), মোল্লা জালাল (৪৫৯), শামসুদ্দিন আহমেদ চারু (৪৫২), শাহনাজ বেগম (৩৯৯), কল্যাণ সাহা (৩৭৮), হাসান আরেফিন (৩৬০) ও রেজোয়ানুল হক রাজা (৪৮৮)। স্বতন্ত্র প্রার্থী মাঈনুল আলম (৫১১ ভোট) এবং বিএনপিপন্থী হাসান হাফিজ (৪২৩ ভোট) জিতেছেন সদস্য পদে।

নানা ঘটনার পর ২০১৫ সালের ২৮ মে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি ও কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন ব্যবস্থাপনার কমিটি গঠন করা হয়।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited