শিক্ষা

জবিতে আন্দোলনকারীদের ওপর হামলা ছাত্রলীগের

এ বি এন এ : হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। আন্দোলনের নেতৃত্ব নিয়ে বাম সংগঠনগুলোর সঙ্গে ‘বিরোধের জেরে’ এ ঘটনা ঘটে।
আজ রবিবার সকালে ওই ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ‌্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে চড়াও হচ্ছেন।
এ ব‌্যাপারে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।।
প্রক্টর নূর মোহাম্মদ বলেছেন, তারা অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব‌্যবস্থা নেবেন।
শনিবার রাতে বিশ্ববিদ‌্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে রবিবার সকাল ৮টায় হল আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিলেন। এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের নতুন ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে। এসময় প্রধান ফটকের সামনে পৃথকভাবে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button