এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষই আমাদের মূল সম্পদ। দেশের জনসংখ্যাকে আমরা জনসম্পদে রূপান্তর করব।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আইডিইবির ২১তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে মনে করে আমাদের জনসংখ্যা অনেক বেশি। কিন্তু আমি মনে করি, এ বিশাল জনগোষ্ঠী আমাদের সম্পদ, যা পৃথিবীর বেশিরভাগ দেশেই নেই। এ সম্পদকে দক্ষ জনসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার। আমরা দেশের এই জনগণকে শিক্ষিত, দক্ষ ও যোগ্য করে তুলে জনসম্পদে পরিণত করব।’
তিনি বলেন, ‘শিক্ষা নীতিমালায় কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়েছি। মেয়েদের জন্য ২৫টি পলিটেকনিট ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকায় একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। দেশের ৬৪টি টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নিয়ে আমাকে কত বড় চক্রান্তে পড়তে হয়েছিল। আমাকে, আমার পরিবার, সরকারকে দুর্নীতিবাজ বানিয়ে একটা বদনাম দিতে চেয়েছিল বিশ্বব্যাংক। আমি জানি, আমরা কোনো দুর্নীতি করিনি। আর পদ্মা সেতু আমাদের প্রয়োজন, কাজেই এটা আমরা করব। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, দুর্নীতি কোথায় সেটা প্রমাণ করতে হবে। বিশ্বব্যাংক তা প্রমাণ করতে পারেনি। সেই চ্যালেঞ্জে আমরা জয়ী হয়েছি। বাঙালির সম্মান বিশ্বে বৃদ্ধি পেয়েছে। সততাই শক্তি, এটাই আমি বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তাই দেশের মানুষের উন্নতি চাই। আর এই উন্নতি নির্ভর করে আপনাদের উপর। চলমান উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ কাজ ব্যাহত করতে না পারে।’