এবিএনএ : চীনে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের একটি অংশ ধসে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে কুলিং টাওয়ারের প্লাটফর্ম ধসে পড়ে। এতে অজ্ঞাত সংখ্যক লোক এর নিচে চাপা পড়ে। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। ছবিতে উদ্ধারকর্মীদের কমলা রঙের কাপড়ে মুড়ে ঘটনাস্থল থেকে স্ট্রেচারে করে লাশগুলো বের করে আনতে দেখা গেছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। জিয়াংজি প্রদেশের দমকল বিভাগ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে দমকল বাহিনীর ৩২টি ট্রাক ও ২১২ সেনা মোতায়েন করা হয়েছে।
এর আগে সিনহুয়া জানিয়েছিল, ৪০ জনের বেশি লোকের মৃত্যু নিশ্চিত হয়েছে। সংবাদ সংস্থাটি আরো জানায়, এই ঘটনায় গুরুতর আহত ৫ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে প্রায় ৬৮ জন ছিল।