এবিএনএ : পাঁচ মাস বন্ধ থাকার পর এ মাসের শেষ দিক থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। নতুন প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগের বিষয়টি প্রায় চূড়ান্ত। নিয়োগ প্রক্রিয়ার পুরোটাই সম্পন্ন হচ্ছে অনলাইনে।
শিক্ষক নিয়োগের জন্য ইতোমধ্যে একটি সফটওয়্যার তৈরি করেছে এনটিআরসিএ। এতে সহযোগিতা করবে টেলিটক।
নতুন পদ্ধতি অনুযায়ী, স্কুলগুলোকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করতে হবে না। এনটিআরসিকে নিজেদের চাহিদার কথা জানালেই শিক্ষক চূড়ান্ত করবে এনটিআরসি।
এই প্রক্রিয়া চালু করতে এরই মধ্যে টেলিটক ও এনটিআরসিএ-এর মধ্যে চুক্তি হয়েছে। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিতি ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এপ্রিল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তে অনলাইনে এনটিআরসিএ বরাবর আবেদন করবেন।
আবেদনের জন্য প্রার্থীদের টেলিটক মোবাইলের মাধ্যমে ১৮০ টাকা ফি দিতে হবে বলে জানা গেছে।