এ বি এন এ : ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করা বড় কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীতে ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন। এর আগে সকাল থেকে নগরীর সিটি গেইট এলাকায় স্থাপিত ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম শুরু হয়। যা ঈদুল আযহা পর্যন্ত পরিচালিত হবে। এসময় যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশৃঙ্খল উন্নয়নে জনগন সুফল পাচ্ছে না উল্লেখ করে বলেন, যত্রতত্র ফ্লাইওভার না করে রাস্তা মেরামত ও ভবিষ্যতে নগরীতে মনোরেল বা মেট্টোরেল নির্মাণ করা হবে। এছাড়া পশুরহাট রাস্তার পাশে থাকায় ও পশুবাহী গাড়িগুলো ধীরগতিতে চলার কারণে যাত্রাপথে যানজট বাড়ছে জানান মন্ত্রী। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ সড়ক চার লেইন হলেও মেঘনা, গোমতি ও কাঁচপুর সেতু মেরামতের কাজের কারনে চার লেইনের সুফল পাওয়া যাচ্ছেনা বলে মন্তব্য করেন তিনি।