এ বি এন এ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সদ্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহের ৫ম নামাজে জানাজা শুক্রবার সকাল ৯টায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের নিজ এলাকা কাপাসিয়ার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টায় তার ৬ষ্ঠ জানাজা অনুষ্ঠিত হয়।
পরে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম কাপাসিয়ার ঘাগুটিয়ায়। সেখানে বাদ জুমা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে জানাজায় অসংখ্য বিএনপি নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় প্রিয় নেতার লাশ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে হান্নান শাহের কফিনবাহী গাড়ি গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে এসে পৌঁছায়। সেখানে অস্থায়ীভাবে কালো কাপড় দিয়ে তৈরী মঞ্চে তার মরদেহ রাখা হয়। জানাজা শেষে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। বিশাল এ নামাজে জানাজায় ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মনির উদ্দিন আহম্মেদ।
আসম হান্নান শাহের দুই পুত্র রিয়াজুল হান্নান ও রেজাউল হান্নান ছাড়াও জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি ভাইস চেয়ারম্যান নেতা মো. শাহজাহান, এম এ জেড জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা পৌর মেয়র মজিবুর রহমান, হুমায়ুন কবির খান, ডা: মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী, সোহরাব উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।