

এবিএনএ:
দেশে আবারও করোনা সংক্রমণের আভাস মিলেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় অংশ নেওয়া ৪ জনের মধ্যে ৩ জনের শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এই সময়ের মধ্যে কেউ মৃত্যুবরণ করেননি।
রবিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত নিয়মিত করোনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আক্রান্তরা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে করোনায় আক্রান্তদের শনাক্তের হার ছিল ৭৫ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম উচ্চ হার। তবে আশার কথা, একই সময়ে ৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এর আগেও দীর্ঘ বিরতির পর গত ৫ জুন দেশে একজন করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, যা ছিল সাম্প্রতিক কালের মধ্যে প্রথম প্রাণহানি। তবে রবিবারের হিসাব অনুযায়ী, মৃত্যুশূন্য দিন পার করেছে বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। যদিও দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা তুলনামূলকভাবে কম, তবুও সংক্রমণের হার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যেহেতু সংক্রমণের হার হঠাৎ বৃদ্ধি পেয়েছে, তাই সতর্ক থাকা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।