এ বি এন এ : রাজধানীর খিলগাঁওয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ বুধবার সকালে খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। খিলগাঁও থানায় কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, স্থানীয়দের মাঝে ঝামেলার কারণে ওই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশের দু’তিনটি মোবাইল টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।