এ বি এন এ : প্রমেকি ইগর তারাবাসোভ-এর বরিুদ্ধে শাররিীক নর্যিাতনরে অভযিোগ তুলছেনে অভনিত্রেী লন্ডিসে লোহান। বশে কছিুদনি ধরইে সর্ম্পকরে টানা-পোড়নেে ভুগছলিনে এ জুট।ি অবশষেে এ বষিয়ে মুখ খুললনে এই র্মাকনি তারকা।
এ বি এন এ : প্রমেকি ইগর তারাবাসোভ-এর বরিুদ্ধে শাররিীক নর্যিাতনরে অভযিোগ তুলছেনে অভনিত্রেী লন্ডিসে লোহান। বশে কছিুদনি ধরইে সর্ম্পকরে টানা-পোড়নেে ভুগছলিনে এ জুট।ি অবশষেে এ বষিয়ে মুখ খুললনে এই র্মাকনি তারকা।
কিছুদিন আগে (জুলাই মাসে) জন সম্মুখে ঝগড়াও করতে দেখা গেছে এ জুটিকে। গ্রিসের মিকনস দ্বীপে কলহের এক পর্যায়ে প্রেমিক ইগরের দামী মোবাইল সেটটি গাড়ি থেকে ছুঁড়ে ফেলতে দেখা যায় লোহানকে। ক্রমেই ঝগড়ার তীব্রতা বাড়তে থাকে এবং এক পর্যায়ে লোহানের হাত মুচড়ে পিঠমোড়া করে রাখতে দেখা যায় তার প্রেমিক ইগরকে। সে সময় ব্যাথায় চিৎকার করছিলেন লোহান।
যদিও সে ঘটনায় কাউকে প্রেপ্তার করেনি পুলিশ।
প্রেমিককে খুশি করতে হলিউড থেকে বিদায় নেয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন এ অভিনেত্রী। কিছুদিন আগে ঘটা করে নিজেদের বাগদানের খবরও জানিয়েছিলেন সবাইকে।
কিন্তু এতো কিছু করেও ‘মিন গার্লস’ খ্যাত এই তারকা মন রাখতে পারলেন না রুশ ধনকুবেরের। তাই শেষ পর্যন্ত বিচ্ছেদের কথাই ভাবতে বাধ্য হচ্ছেন লি-লো।