বিনোদন

‘কোন নারীর পক্ষেই সম্ভব নয় নির্যাতনকারীর সঙ্গে থাকা’

এ বি এন এ : প্রমেকি ইগর তারাবাসোভ-এর বরিুদ্ধে শাররিীক নর্যিাতনরে অভযিোগ তুলছেনে অভনিত্রেী লন্ডিসে লোহান। বশে কছিুদনি ধরইে সর্ম্পকরে টানা-পোড়নেে ভুগছলিনে এ জুট।ি অবশষেে এ বষিয়ে মুখ খুললনে এই র্মাকনি তারকা।

রোববার এক সংবাদ সম্মেলনে তার উপর প্রেমিকের শারিরীক নির্যাতনের কথা জানান লোহান। সে সময় তিনি বলেন, “আমি এখন বুঝতি পারছি শুধুমাত্র ভালোবাসার জন্য কারো সাথে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। কোনো নারীর পক্ষেই এমন মানুষের সাথে থাকা সম্ভব নয় যে কি না তাকে শারিরীকভাবে আঘাত করবে এবং সে জন্য্ মোটেও অনুতপ্ত হয় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button