এ বি এন এ : প্রচারণায় টিকে থাকার লড়াইয়ে কেনটাকি ও অরিগনে আজ প্রাইমারি নির্বাচনে লড়ছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।
ডেমোক্রেট দলের অপর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছ থেকে এ দুটি রাজ্যে বড় ধরনের জয় ছিনিয়ে আনার আশা করছেন তিনি। যদি তিনি এতে সফল হন তাতে হিলারি ক্লিনটনের মনোনয়ন লাভের ওপর খুব বেশি প্রভাব পড়বে না। এরই মধ্যে হিলারি ক্লিনটনের সংগ্রহে রয়েছে ২২৪০টি ডেলিগেট। বার্নি স্যান্ডার্স পেয়েছেন ১৪৭৩টি ডেলিগেট।
আগামী ৮ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন পেতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৩৮৩টি ডেলিগেট সংগ্রহ করতে হবে। সে হিসাবে হিলারির এখন প্রয়োজন আর মাত্র ১৪৩টি ডেলিগেট। তিনি যদি বাকি প্রাইমারিগুলোর কোন একটিতেও বিজয়ী না হন তাহলেও এই সংখ্যক ডেলিগেট সংগ্রহ করতে পারবেন বলে ধারণা বিশ্লেষকদের। কারণ, রিপাবলিকানদের বাকি প্রাইমারিগুলোর অনেকগুলোতে কোন রাজ্যে যে প্রার্থী বিজয়ী হবেন তিনিই ওই রাজ্যের সব ডেলিগেট পাবেন। কিন্তু এক্ষেত্রে ডেমোক্রেটদের হিসাব আলাদা। বাকি রাজ্যগুলোতে বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর মধ্যে ডেলিগেট ভাগাভাগি হবে। ফলে হিলারি শিবিরে এখন স্বস্তি বিরাজ করছে। তাই অনলাইন বিবিসি লিখেছে, আগামী জুলাইয়ে দলীয় কনভেনশন ডেমোক্রেটদের। তার আগে ফ্রন্টরানার হিলারি ক্লিনটন মনোনয়ন নিশ্চিত করবেন এটা এখন নিশ্চিত করে বলা যায়। কারণ, তিনি এখনও অনেক বেশি সংখ্যক ডেলিগেট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারপরও কেনটাকিতে তিনি প্রচারণা চালিয়েছেন।
তিনি বলেছেন, তিনি নির্বাচিত হলে তার স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন অর্থনীতি পুনরুজ্জীবিত করার দায়িত্ব নেবেন। বিল ক্লিনটনকে কি মন্ত্রীত্ব দেয়া হবে না পাশে থেকে তিনি নির্দেশনা দেবেন এ বিষয়টি স্পষ্ট করেন নি হিলারি। ওদিকে বার্নি স্যান্ডার্সকে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে কিছু ডেমোক্রেট। তারা মনে করছেন, যেহেতু তিনি হিলারিকে আটকাতে পারবেন না, তাই এখনও প্রতিদ্বন্দ্বিতায় থাকলে হিলারির জন্য ক্ষতি হবে। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে বিলিয়নিয়ার ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার ক্ষেত্রে বড় বাধার সম্মুখীন হবেন।
উল্লেখ্য, ইন্ডিয়ানা ও ওয়েস্ট ভার্জিনিয়ায় সম্প্রতি প্রাইমারিতে জিতেছেন বার্নি স্যান্ডার্স। কিন্তু তাতে হিলারির ডেলিগেট সংগ্রহে শীর্ষে থাকা থামাতে পারেন নি তিনি। এর পরও প্রতিদ্বন্দ্বিতায় থাকায় উষ্মা প্রকাশ করেছেন সিনেটর ডিয়ানে ফেইনস্টেইন। তিনি সমর্থন করেন হিলারি ক্লিনটনকে। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত যে, মনোনয়ন পাচ্ছেন হিলারি। তবে স্যান্ডার্স বলছেন, ডেমোক্রেট মনোনয়ন দৌড়ের শেষ পর্যন্ত তিনি যেতে চান। অন্যদিকে আজ মঙ্গলবার রিপাবলিকানদের ভোট হচ্ছে অরিগনে। কিন্তু এ দলের ভোট হওয়া না হওয়া এখন একই। কারণ, ‘গৃহীত প্রার্থী’ ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই দলে। মোট ১৭ প্রার্থীর মধ্যে ১৬ জন এরই মধ্যে নির্বাচন থেকে সরে গেছেন।