এবিএনএ: কানাডা ও দুবাই ঢুকতে না পেরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বাংলাদেশে ফিরেছেন। করোনার ডাবল ডোজ টিকা সনদ না থাকায় কানাডায় ঢুকতে পারেননি তিনি। এবার প্রশ্ন উঠেছে দেশ ছেড়ে উড়াল দেওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ভ্যাকসিন সার্টিফিকেট ও কোভিড প্রোটোকল না মেনে কীভাবে ঢাকা বিমানবন্দর থেকে কানাডায় গেলেন?
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান বলেন, বিমানবন্দর দিয়ে যে যাত্রীই বাইরের দেশে যান, সেসব বহির্গমন যাত্রীদের স্বাস্থ্য সনদ চেক করা, ভ্যাকসিনেশন সার্টিফিকেট চেক করার দায়িত্ব সিভিল এভিয়েশনের। বিমানবন্দর কর্তৃপক্ষের না। আমরা ইমিগ্রেশন করি, যাত্রীদের সেবা দেই। ইমিগ্রেশন শাখা ইমিগ্রেশন করবে, স্বাস্থ্যের কাজ স্বাস্থ্য করবে। মুরাদের সংক্রান্ত তথ্য জানতে হলে আপনাদের যথাযথ কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তারা ভালো উত্তর দিতে পারবেন।